ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

অতিরিক্ত পুলিশ সুপার পদে ২৭ জনকে পদায়ন

প্রকাশিত: ২০:৩২, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

অতিরিক্ত পুলিশ সুপার পদে ২৭ জনকে পদায়ন

পুলিশ

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ২৭ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাদের সিনিয়র স্কেল (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ষষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। পদন্নোতি পাওয়া এসব কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখিত পদে/স্থানে বদলি/পদায়ন করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তালিকা দেখতে ক্লিক করুন

https://drive.google.com/file/d/1S_fuXmkDKIYggqNMUNlLJ6zj95J61v75/view?fbclid=IwAR3mMTGIJHoN5hUhcR1mzan6TiYpzzOPHd3R0V0CrHNWrRK_NEEq1NO4VgI

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×