ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২০:০৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী

ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি। 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন আগামী ১৯ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

তিনি বলেন, আগামী ১৯ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর লস অ্যাঞ্জেলেস সফরের সম্ভাবনা রয়েছে। সেখানে তিনি শহীদ মিনারের পাশাপাশি সেখানকার একটি লাইব্রেরিতে বাংলাদেশ কর্নার উদ্বোধন করবেন। একইসঙ্গে সেখানে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি বক্তব্য দেবেন।

এ ছাড়া ২৩ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিভিন্ন বৈঠকে যোগ দেয়ার কথা রয়েছে ড. মোমেনের।
 

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×