ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ক্যান্সার ইনস্টিটিউটে আনসার-স্টাফ সংঘর্ষে আহত ৬

প্রকাশিত: ২০:২৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

ক্যান্সার ইনস্টিটিউটে আনসার-স্টাফ সংঘর্ষে আহত ৬

আহত আনসার সদস্য।

রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে আনসার ও স্টাফদের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

আহতরা হলেন- শামীম আলী, সুজন আলী, আরিফুল ইসলাম, মনির হোসেন ও রাসেল আহমেদ। তারা সবাই আনসার সদস্য।

জানা যায়, গতকাল মঙ্গলবার শাহজাদা নামে এক চিকিৎসকের সঙ্গে এক আনসার সদস্যের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই চিকিৎসক আনসার সদস্যকে চড় মারেন। এ নিয়ে দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়। আজ সকালে বিষয়টি মীমাংসা হওয়ার কথা থাকলেও আগেই আনসার সদস্য ও স্টাফদের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় ছয়জন আনসার সদস্য আহত হন। 

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত আনসার সদস্যদের মধ্যে একজনের মাথায় আঘাত এবং বাকি পাঁচজনের শরীরে আঘাত ও জখম রয়েছে।

 

সম্পর্কিত বিষয়:

×