ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ঢাকায় পৌঁছালেন ভারতের পররাষ্ট্র সচিব

প্রকাশিত: ২১:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

ঢাকায় পৌঁছালেন ভারতের পররাষ্ট্র সচিব

বিমানবন্দরে ভারতের পররাষ্ট্র সচিবকে শুভেচ্ছা জানানো হচ্ছে। 

ঢাকায় পৌঁছালেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দরে তা‌কে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্র সচিব। 

আগামীকাল (১৫ ফেব্রুয়ারি) বুধবার ফরেন অফিস কনসালটেশন-এফওসি বৈঠকে যোগ দেবেন। এছাড়াও আগামী ৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন।

এর আগে ২০২১ সালের ২৯ জানুয়ারি ভারতের নয়া দিল্লীতে এফওসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এবার ঢাকায় এফওসি বৈঠক হচ্ছে।

আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পররাষ্ট্র সচিব ১৫-১৬ ফেব্রুয়ারি  ঢাকা সফর করবেন। সফরকালে বৈঠকে উভয় পররাষ্ট্র সচিব রাজনৈতিক ও নিরাপত্তা, পানি, বাণিজ্য ও বিনিয়োগ, বিদ্যুৎ ও জ্বালানি, প্রতিরক্ষা, সংযোগ এবং উপ-আঞ্চলিক সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে পর্যালোচনা করবেন। পররাষ্ট্র সচিবের সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করবে। একই সঙ্গে  বিভিন্ন ক্ষেত্রে চলমান সহযোগিতাকে আরও গতি দেবে।

সূত্র জানায়, ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফরকালে জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা করবেন। আগামী মার্চে জি-২০ এর পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া আগামী সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×