ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বেলজিয়ামের রানি মাথিল্ডে

প্রকাশিত: ১৭:৪১, ৭ ফেব্রুয়ারি ২০২৩

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বেলজিয়ামের রানি মাথিল্ডে

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রানি

তিন দিনের সফরের দ্বিতীয় দিনে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রানি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প অভিমুখে যাত্রা করেন তিনি।

দুপুর ১২টার দিকে ক্যাম্পে পৌঁছান রানি। প্রথমে তিন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত একটি শিক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন। এছাড়াও ক্যাম্পে বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন রানি মাথিল্ডে।

বেলজিয়ামের রানির সঙ্গে রয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল।

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাস্তুচ্যুত রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলবেন রানি মাথিল্ডে। এছাড়াও মানসিক স্বাস্থ্য বিষয়েও রানি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন।

এই সফরকে ঘিরে পুরো ক্যাম্প এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

 

 এসআর

সম্পর্কিত বিষয়:

×