ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সবুজ পোশাক কারখানায় বিশ্বের শীর্ষে বাংলাদেশ

প্রকাশিত: ২০:৫৯, ৬ ফেব্রুয়ারি ২০২৩; আপডেট: ২১:১৪, ৬ ফেব্রুয়ারি ২০২৩

সবুজ পোশাক কারখানায় বিশ্বের শীর্ষে বাংলাদেশ

ফাইল ফটো

সবুজ কারখানার তালিকায় বিশ্বের ১০০ কারখানার মধ্যে ৫০টিই এখন বাংলাদেশের বলে জানিয়েছে বিজিএমইএ। সবুজ পোশাক কারখানায় বিশ্বের শীর্ষ তালিকায় বাংলাদেশ- এমনটা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেইজে এই তথ্য জানান প্রতিমন্ত্রী। 

ফেসবুক পোস্টে তিনি লেখেন, জানুয়ারি মাসে সবুজ কারখানার স্বীকৃতি প্রাপ্ত কারখানা ৩টি । বর্তমানে দেশের সবুজ সনদ পাওয়া কারখানা হচ্ছে ১৮৬টি।

বাংলাদেশের ৬২টি পোশাক কারখানা প্ল্যাটিনাম রেটিং, ১১০টি গোল্ড রেটিং ও ১০টি সিলভার রেটিং পেয়েছে। এছাড়া ৪টি সার্টিফাইড কারখানা রয়েছে।

আরও কিছু কারখানা পরিবেশ সম্মত সবুজ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) সনদ পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

নতুন করে কেডিএস আইডিআর লিমিটেড নামে আরও একটা কারখানা প্লাটিনাম ক্যাটাগরিতে ‘গ্রিন ফ্যাক্টরি’ স্বীকৃতি পেয়েছে। এটিসহ বিশ্বের সেরা পরিবেশবান্ধব ১০০ কারখানার তালিকায় অর্ধেকই এখন বাংলাদেশের। নতুন স্বীকৃতি পাওয়া কারখানাটি নিয়ে বাংলাদেশে সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৭টিতে।

নতুন স্বীকৃতি পাওয়া কেডিএস আইডিআর লিমিটেড চট্টগ্রামের কালুরঘাট এলাকার মোহরায় অবস্থিত। কারখানাটি রেটিং পয়েন্ট ৮৪ নিয়ে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে।

এসআর

সম্পর্কিত বিষয়:

×