ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদাবাজি, ঢাবির তিন ছাত্র কারাগারে

প্রকাশিত: ১৮:৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৩

কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদাবাজি, ঢাবির তিন ছাত্র কারাগারে

ঢাবির তিন ছাত্র। ছবি: সংগৃহীত

কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদাবাজি করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত তিনটার দিকে তাদের আটক করে চকবাজার থানা পুলিশ।

কারাগারে পাঠানো ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তারা হলেন, ম্যানেজমেন্ট বিভাগের মো. রাহাত রহমান, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ফজলে নাবিদ অনন এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাদিক আহমেদ মাসুম। 

এর মধ্যে ফজলে নাবিদ ও সাদিক আহমেদ মাসুম ঢাবির বিজয় একাত্তর হলে থাকেন। তারা দুজন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে রাহাত রহমান চকবাজারের একটি বাসায় ভাড়া থাকেন।  

জানা যায়, রবিবার রাত তিনটার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পলাশী গেটের সামনে কাভার্ড ভ্যান থামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র। এ সময় তারা চালকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পুরো টাকা না পেয়ে ১৫ হাজার টাকা ছিনিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় চকবাজার থানা পুলিশ তাদের আটক করে। 

পরে ছিনতাইয়ের ঘটনায় তাদের নামে মামলা করেন কাভার্ড ভ্যান চালক। 

এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক (অনুসন্ধান) কাউসার আহমেদ বলেন, চাঁদাবাজির ঘটনায় তাদের নামে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়। আদালত কারাগারে পাঠানো নির্দেশ দেন।

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি। আইন শৃঙ্খলা বাহিনী আইন অনুযায়ী, ব্যবস্থা নেবে।

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×