ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

জুনের মধ্যে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ

প্রকাশিত: ১৮:৫১, ৫ ফেব্রুয়ারি ২০২৩

জুনের মধ্যে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ

নির্বাচন কমিশনার মো. আলমগীর।

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, জুনের মধ্যে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ চূড়ান্ত করা হবে।  জনগণ ও জনপ্রতিনিধিদের মতামত নিয়ে এ কাজ সম্পন্ন করা হবে। এক্ষেত্রে প্রশাসনিক অখণ্ডতাকে প্রাধান্য দেয়া হবে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি আলমগীর বলেন, আমরা এখনো পরিসংখ্যান ব্যুরো থেকে জনসংখ্যার চূড়ান্ত রিপোর্ট পাইনি। অপেক্ষা করা একটু কঠিন হয়ে যাচ্ছে। আমাদের কাজ শুরু করতে হবে।

তিনি বলেন, সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে প্রথম গুরুত্ব হচ্ছে প্রশাসনিক- যদি কোনো প্রশাসনিক পরিবর্তন না হয়ে থাকে তাহলে তো আমাদের পরিবর্তন করার প্রয়োজন নেই। যদি কোনো ভৌগোলিক পরিবর্তন না হয়ে থাকে তাহলেও করার প্রয়োজন নেই। জনসংখ্যা হচ্ছে তিন নম্বর গুরুত্ব।

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×