ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢামেকে অগ্নিকাণ্ড:  সিঁড়ি দিয়ে নামতে গিয়ে নিহত ১

প্রকাশিত: ১৭:০৪, ৫ ফেব্রুয়ারি ২০২৩

ঢামেকে অগ্নিকাণ্ড:  সিঁড়ি দিয়ে নামতে গিয়ে নিহত ১

ঢামেকে অগ্নিকাণ্ড

ঢাকা মেডিকেলে আগুনের ঘটনায় নামতে গিয়ে জসিম উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার ভাগিনা ইমতিয়াজ মাহমুদ সুজন জানান, তাদের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। হার্টের সমস্যা, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত জসিম উদ্দিনকে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডের ৪৭ নম্বর বেডে ভর্তি করা হয়। আগুন লাগার সময়ও তিনি তার বেডে ছিলেন। তখন হঠাৎ চারতলা থেকে ধোঁয়া উঠতে দেখে তাদের ওয়ার্ডের সবাই ছোটাছুট শুরু করেন। একপর্যায়ে জসিম উদ্দিনকে নিয়ে সিঁড়ি দিয়ে ৬ তলা থেকে নিচে নামার সময় অসুস্থ হয়ে সিঁড়িতেই পড়ে যান। সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন। দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হলেও সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থতার জন্য তার মৃত্যু হয়েছে। মরদেহটি তার স্বজনরা নিয়ে গেছেন।

এমএস

×