ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

দেশের প্রত্যেক জেলায় সংযোগ হবে রেলপথ

প্রকাশিত: ১৯:৫৫, ২৫ জানুয়ারি ২০২৩

দেশের প্রত্যেক জেলায় সংযোগ হবে রেলপথ

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। 

দেশের প্রত্যেক জেলার সঙ্গে রেলপথ সংযোগ চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশে বর্তমানে ব্রডগেজ ও মিটারগেজ রেলব্যবস্থা চালু রয়েছে। আমরা সমস্ত রেলব্যবস্থাকে ব্রডগেজ হিসেবে চালু করতে চাই। 

তিনি জানান, দেশের প্রত্যেক জেলার সঙ্গে রেলপথ সংযোগ চালু করা হবে। চলতি বছর নতুন আরও ৭০ কিলোমিটার রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে লাকসাম থেকে আখাউড়া ১৭ কিলোমিটার ডাবল লাইন, টঙ্গী থেকে জয়দেবপুর থার্ড লাইন ১১ কিলোমিটার এবং রূপপুর পারমাণবিক কেন্দ্রের সঙ্গে পাকশী পর্যন্ত ১৯ কিলোমিটারসহ মোট ৭০ কিলোমিটার।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×