ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রাজধানীতে সাংবাদিকের লাশ উদ্ধার

প্রকাশিত: ১৯:২৫, ২১ জানুয়ারি ২০২৩

রাজধানীতে সাংবাদিকের লাশ উদ্ধার

লাশ উদ্ধার

রাজধানীর মিরপুরে নিজ বাসা থেকে বিপ্লব জামান নামে এক সাংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পল্লবী সাংবাদিক প্লট রোড নম্বর ৭ এলাকার একটি ভবনের ফ্লাট থেকে বিপ্লব জামানের মরদেহ উদ্ধার করা হচ্ছে। তার মরদেহটি বারান্দায় পড়ে আছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় মরদেহটি পচতে শুরু করেছে।  

তিনি জানান, বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহত ব্যক্তি ‘বিজনেস এক্সপ্রেস’ নামে একটি গণমাধ্যমে চাকরি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×