ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা প্রতিমন্ত্রীর

প্রকাশিত: ২১:৪৬, ১২ জানুয়ারি ২০২৩

বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা প্রতিমন্ত্রীর

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি। 

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ভর্তুকি সমন্বয় করতেই বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিদ্যুতের দাম বাড়ার পর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গত ২১ নভেম্বর পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে প্রায় ২০ শতাংশ। এর বিপরীতে বিতরণ কোম্পানিগুলো তাদের আর্থিক ক্ষতি পূরণের জন্য খুচরা/ভোক্তা পর্যায়ে বিদ্যুতের মূল্য অন্তত ১৫ দশমিক ৪৩ শতাংশ বৃদ্ধির আবেদন করে। এর বিপরীতে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের মূল্য ৫ শতাংশ সমন্বয় করা হয়েছে।
 

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×