ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান পেলেন মানবাধিকার পদক

প্রকাশিত: ২১:১৮, ১১ জানুয়ারি ২০২৩

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান পেলেন মানবাধিকার পদক

আহমেদ আকবর সোবহান। 

মানবাধিকার পদক ও সম্মাননা পেয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ পদক ও সম্মাননা তুলে দেন।

৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস ও ৫২তম বিজয় দিবস উপলক্ষে এই পদক ও সম্মাননা দেয় ব্যুরো অব হিউম্যান রাইটস বাংলাদেশ (বিএইচআরবি)।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষে পদক গ্রহণ করেন দৈনিক কালের কণ্ঠের প্রধান সম্পাদক ও বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।

ব্যক্তি ক্যাটাগরিতে ও প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে পাঁচজন করে মোট ১০টি পদক ও সম্মাননা দেয় বিএইচআরবি। প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; বসুন্ধরা গ্রুপ; দৈনিক প্রথম আলো; বেক্সিমকো ফার্মা এবং জেএমআই গ্রুপকে পদক ও সম্মাননা দেওয়া হয়।

ব্যক্তি পর্যায়ে পদক ও সম্মাননা পেয়েছেন- ক্রীড়ায় সাকিব আল হাসান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কমিশনার মাকছুদুর রহমান, হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আমিনুর রহমান, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী এবং তরুণ কণ্ঠশিল্পী তাশরিফ খান।

 

এসএইচ

সম্পর্কিত বিষয়:

×