ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বঙ্গবন্ধুকে ছাড়া স্বাধীনতা অধরা ছিল

প্রকাশিত: ১৭:১৪, ১০ জানুয়ারি ২০২৩; আপডেট: ১৭:১৭, ১০ জানুয়ারি ২০২৩

বঙ্গবন্ধুকে ছাড়া স্বাধীনতা অধরা ছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করলেও তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানের কারাগারে বন্দী। তাঁর সেই শূন্যতায় দেশের স্বাধীনতা তখন অধরা ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

রাজধানীর বঙ্গবন্ধুর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই আলোচনা সভায় শেখ হাসিনা বলেন, ‘আমরা বিজয় অর্জন করেছিলাম। কিন্তু আমাদের বিজয় অধরা ছিল। ১০ জানুয়ারি যখন বঙ্গবন্ধু আমাদের মাঝে ফিরে আসেন, তখন যেন আমাদের স্বাধীনতা পূর্ণ হলো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু দেশে ফিরে আগে জনগণের কাছে যান। পরিবারের কাছে পরে গিয়েছিলেন।’

বঙ্গবন্ধু এক টানা দুই বছর জেলখানার বাইরে থাকতে পারেননি জানিয়ে শেখ হাসিনা বলেন, 'তিনি যখনই সুযোগ পেয়েছেন, তখনই এদেশের মানুষের জন্য কিছু না কিছু করে গেছেন।'

বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘দেশের মানুষকে ভালোবাসতে শিখেছি বাবার কাছ থেকে। দেশের মানুষকে উন্নত জীবন দেওয়াই ছিল তাঁর একমাত্র লক্ষ্য। যখনই সুযোগ পেয়েছেন বাঙালির জন্য কিছু করে গেছেন। তাঁর খুব আশা ছিল এদেশকে গড়ে তুলবেন।’

শেখ হাসিনা বলেন, ‘একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে এভাবে কেউ গড়ে তুলতে পারে সেই নজির আর কোথাও নেই। একমাত্র বঙ্গবন্ধুর দৃঢ়তার কারণেই সেটা সম্ভব হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর (বঙ্গবন্ধু) ভরসা ছিল একমাত্র এদেশের মানুষ। এক সাংবাদিক জিজ্ঞেস করেছিল, ‍ কিছু তো নেই, দেশ কীভাবে চালাবেন। তিনি বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, সেটা নিয়েই দেশ গড়ে তুলব। সেটা তিনি প্রমাণ করেছিলেন।’

 

এমএস

×