ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

অনিয়ম-দুর্নীতির অভিযোগে চাকরি হারালেন ডিএসসিসির ৩ কর্মকর্তা

প্রকাশিত: ১৭:৩৭, ২ জানুয়ারি ২০২৩

অনিয়ম-দুর্নীতির অভিযোগে চাকরি হারালেন ডিএসসিসির ৩ কর্মকর্তা

ডিএসসিসি

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ৩ কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

সোমবার (২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

তিনি বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির অঞ্চল-১ এর উপকর কর্মকর্তা মো. রবিউল করিম খান, ঢাকা মহানগর শিশু হাসপাতালের স্টোর কিপার রুহুল আলম ও অঞ্চল-৪ এর রেন্ট অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ রমজান আলীকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। মূলত দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ার তাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে। পরে তাদের দুর্নীতির অভিযোগের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে সোমবার (২ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন ৩ অফিস আদেশে ৩ কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অপসারণ করা হয়। 

 
 

 

এমএস

×