ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো দুই যুবকের 

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:৪৭, ৩০ ডিসেম্বর ২০২২

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো দুই যুবকের 

ঢাকা-মাওয়া মহাসড়ক

ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। তারা হলেন- অনিক (১৭) ও শাওন (১৮)।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে চিকিৎসক দুজনকেই ঘোষণা করেন।

অনিকের বাবার নাম মো. ইদ্রিস আলী। রাজধানীর মুগদা মানিকনগর বালুর মাঠ এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। সাইনবোর্ড, ব্যানারের কাজ করতো সে। দুই ভাই ও ১ বোনের মধ্যে সে ছিলো সবার ছোট।

আর নিহত শাওনের বাবার নাম মো. চান্দু মিয়া। সেও একই এলাকায় থাকতো।

নিহত অনিকের বড় ভাই ইয়াসিন মিয়া জানান, অনিকের সঙ্গে রাত ১০টার দিকে মোবাইল ফোনে কথা হয়। তখন অনিক তাকে জানায়, বন্ধুদের সঙ্গে একটি অনুষ্ঠানে দাওয়াত খেতে যাচ্ছে। এরপর রাত ১২টার দিকে তিনি খবর পান  ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছে। তারা তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তিনি ঢাকা মেডিকেলে গিয়ে তাদের মরদেহ দেখতে পান। মোটরসাইকেলটি চালাচ্ছিলো শাওন ও পিছনে বসা ছিলো অনিক। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এসআর

×