ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রাজধানীতে নারী সাংবাদিকের লাশ উদ্ধার

প্রকাশিত: ১৮:৫১, ২৮ ডিসেম্বর ২০২২; আপডেট: ১৯:২৩, ২৮ ডিসেম্বর ২০২২

রাজধানীতে নারী সাংবাদিকের লাশ উদ্ধার

শবনম শারমিন

রাজধানীর মগবাজারের বাসার দরজা ভেঙে শবনম শারমিন (২৮) নামের এক নারী সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি অনলাইন গণমাধ্যম দ্যা রিপোর্টে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে মগবাজারের ৩০৮ নম্বর বাড়ির পঞ্চম তলার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।  তার স্বামী এশিয়ান টিভির সাবেক অপরাধ বিষয়ক প্রতিবেদক সাইদুল ইসলাম।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস জানান, রাতে বড় মগবাজার ৩০৮ নম্বর বাড়ির পঞ্চম তলার একটি বাসার দরজা ভেঙে ভেতর থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। লাশটি পচে গেছে। ধারণা ৪-৫ দিন আগে তার মৃত্যু হয়েছে।

তিনি জানান, গত মার্চ মাসে তারা ওই বাসাটি ভাড়া নেন।  তার স্বামী পলাতক রয়েছেন। ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×