ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু

প্রকাশিত: ১৬:৪৩, ২৪ ডিসেম্বর ২০২২; আপডেট: ১৬:৫৫, ২৪ ডিসেম্বর ২০২২

আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু

দ্বিতীয় অধিবেশন শুরু।

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই অধিবেশন শুরু হয়। এতে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

দ্বিতীয় অধিবেশনের মধ্য দিয়ে গঠিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী কমিটি। এ সময় কাউন্সিলরদের বক্তব্যের জন্য মঞ্চ উন্মুক্ত করে দেন আওয়ামী লীগ সভাপতি। 
বিভিন্ন বিভাগ থেকে কাউন্সিলররা এতে বক্তব্য রাখছেন। এরপরও কোনো কাউন্সিলর বাদ থাকলে বর্ধিত সভার আয়োজন করা হবে। সেখানে তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন।

দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সভাপতি-সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদ নির্ধারিত হবে। দ্বিতীয় অধিবেশন শেষে সন্ধ্যা ছয়টায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিন সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া প্রথম অধিবেশন শেষ হয় দুপুর সোয়া ১টায়। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শেষ হয়। 

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×