ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢামেকের ফুটপাত থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৫:২৭, ১৯ ডিসেম্বর ২০২২

ঢামেকের ফুটপাত থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতালের প্রশাসনিক গেট সংলগ্ন ফুটপাত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ফুটপাতের দোকানদার ও বিভিন্ন জনের কাছ থেকে জানা গেছে ওই ব্যক্তি ভবঘুরে। বেশ কয়েকদিন ধরেই ওইখানে ফুটপাতে শুয়ে থাকতো। দুপুরের দিকে তার কোনো নড়াচড়া দেখতে না পেয়ে ক্যাম্পে খবর দেন তারা। তখন বিষয়টি শাহবাগ থানায় জানানো হলে থানা পুলিশ মরদেহটি মর্গে পাঠায়।

তিনি জানান, ওই ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, অসুস্থ্যতার কারণে তার মৃত্যু হয়েছে।

 

এমএইচ

×