শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
লবিস্ট নিয়োগ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা কলেজে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বিদেশে টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এসব অপকর্মকারীদের ধিক্কার দেয়া ছাড়া কোনো উপায় নেই। একাত্তর এবং পঁচাত্তরের হত্যাকারীরা আবারও মাঠে নেমেছে। তারা নানান কৌশলেও সাধারণ মানুষকে তাদের পাশে পাচ্ছে না।
দীপু মনি বলেন, আন্দোলন-সংগ্রাম করতে গেলে মানুষকে সঙ্গে নিয়ে করতে হয়। জনবিচ্ছিন্ন হয়ে করা যায় না। অতীতে তাদের অপকর্মের জন্য মানুষ এখন তাদের ডাকে সাড়া দিচ্ছে না।
এমএম