ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২১:৪৫, ১৫ ডিসেম্বর ২০২২

স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন প্রধানমন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ‘ডিজিটাল রূপান্তর ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি ঝুঁকি নেয়া মানুষ। হোঁচট খেয়েও শেষ বিচারে ফলাফল ভালো আসছে। মানবসম্পদ ও টেকনোলজি নিজেদের অর্জন করতে হবে। কেউ এসে দিয়ে যাবে না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যোগ-বিয়োগ করে বিজয় লাভ করেন। মাথা ঠান্ডা করে কাজ করেন। শেষ বিচারে তার সঙ্গে কাজ করে আনন্দ পাই।

 

এমএম

×