ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রাহায়ণ ১৪৩১

বুয়েট শিক্ষার্থী ফারদিন আত্মহত্যা করেছেন: ডিবি

প্রকাশিত: ১৯:০৮, ১৪ ডিসেম্বর ২০২২

বুয়েট শিক্ষার্থী ফারদিন আত্মহত্যা করেছেন: ডিবি

ফারদিন নূর পরশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৪ ডিসেম্বর) বিকালে গোয়েন্দা মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহিদুর রহমান রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা ময়নাতদন্তকারী চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, পোস্টমর্টেম রিপোর্ট দেখেছি। সার্বিক দিক দেখে মনে হয়েছে, এটি আত্মহত্যা।

এদিকে, ডিবি এ তথ্য জানানোর আগে আজ বুধবার র‌্যাবের পক্ষ থেকে এ ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানানো হয়েছে। 

র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ নিহতের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য এবং অগ্রগতি পাওয়া গেছে। 

এর আগে, গত ৭ নভেম্বর সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এ ঘটনায় বান্ধবী বুশরাসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা করেন ফারদিনের বাবা নূর উদ্দিন রানা।

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×