রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়েছেন সেক্টর কমান্ডার্স ফোরাম ও শহীদদের স্বজনেরা।
বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা জানানো শেষে এই দাবি জানান তারা। সেখানে সেক্টর কমান্ডার্স ফোরামের পক্ষ থেকে মানববন্ধনও করা হয়।
সংগঠনের মহাসচিব হারুন হাবীব বলেন, বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত অনেকেই এখনও দেশের বাইরে পালিয়ে আছেন। তাদের দ্রুত ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। এজন্য কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে।
শহীদ মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর তন্ময় আক্ষেপ করে বলেন, বুদ্ধিজীবী হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার জন্য আনুষ্ঠানিকভাবে দূতাবাসগুলোর মাধ্যমে জানানো হয়নি এখনও। জাতি জানতে চায়, সরকার কেন তাদের ফিরিয়ে আনতে পারল না?
এসআর