ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাসেল স্কোয়ারে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল দুইজনের

প্রকাশিত: ১১:৫৪, ১৪ ডিসেম্বর ২০২২

রাসেল স্কোয়ারে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল দুইজনের

প্রতীকী ছবি

রাজধানীর পান্থপথ রাসেল স্কোয়ারে নিয়ন্ত্রণ হারানো একটি কাভার্ডভ্যান চাপায় দুইজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় শনাক্ত হয়নি। আহত হয়েছেন রিকশাচালক খোকন (৩৫)।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, রাসেল স্কোয়ারে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক রিকশাকে চাপা দেয়। এতে দুইজন ঘটনাস্থলে মারা যান।

তিনি জানান, এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকেও ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। আর নিহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি।

আহত রিকশা চালক খোকনকে ঢাকা মেডিকেল থেকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

এসআর

×