ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিমানবন্দরে তেলবাহী গাড়িতে আগুন

প্রকাশিত: ১১:৩৪, ১৪ ডিসেম্বর ২০২২; আপডেট: ১২:৩৯, ১৪ ডিসেম্বর ২০২২

বিমানবন্দরে তেলবাহী গাড়িতে আগুন

আগুন নিয়ন্ত্রণে কাহ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর গেটে তেলবাহী দুটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কুর্মিটোলা ও উত্তরা  ফায়ার স্টেশনের ৪টি ইউনিট কাজ করছে।

এক ট্রাক থেকে তেল আরেক ট্রাকে লোড করার সময় ব্যবহৃত জেনারেটরের স্পার্ক থেকে এই আগুন ধরার ঘটনা ঘটে ৷ ট্রাকটি আলিফ এন্টারপ্রাইজের। ট্রাকটিতে ২৭০০০ লিটার ফুয়েল ছিল।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সকাল ১০টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট (কুর্মিটোলা ও উত্তরা) ঘটনাস্থলে পাঠানো হয়েছে। 

প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি বলেও জানান তিনি।

 

এসআর

×