ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কিলো ফ্লাইটের যোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলমের প্রতি ভারতীয় হাইকমিশনের শ্রদ্ধা 

প্রকাশিত: ১৯:০৫, ৯ ডিসেম্বর ২০২২; আপডেট: ১৯:০৬, ৯ ডিসেম্বর ২০২২

কিলো ফ্লাইটের যোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলমের প্রতি ভারতীয় হাইকমিশনের শ্রদ্ধা 

শামসুল আলম, বীর উত্তমের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করেছে ভারতীয় হাই কমিশন

মুক্তিবাহিনী কর্তৃক গঠিত যুদ্ধবিমান বিন্যাস "কিলো ফ্লাইট"-এর সাহসী যোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম, বীর উত্তমের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করেছে ভারতীয় হাই কমিশন। শুক্রবার ভারতীয় হাই কমিশনের ফেসবুক পেজে এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

ভারতীয় হাই কমিশন বার্তায় জানিয়েছে, চিরদিন শামসুল আলমের অভাব অনুভূত হবে, কখনও বিস্মৃত হবেন না। গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম, বীর উত্তম ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিবাহিনী কর্তৃক গঠিত যুদ্ধবিমানবিন্যাস "কিলো ফ্লাইট"-এর সাহসী যোদ্ধা ছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও স্মারকচিহ্ন হিসেবে ভারতীয় হাই কমিশনারের পক্ষ থেকে একটি পুষ্পস্তবক অর্পণ করা হয়। তিনি বৃহস্পতিবার ৭৪ বছর বয়সে মারা যান। 

হাই কমিশন জানিয়েছে, শামসুল আলম বিপুলসংখ্যক সেই মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন যাঁরা ভারতীয় সৈন্যদের সঙ্গে একযোগে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লড়াই করেছেন, যাঁদের আত্মত্যাগ ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সংহতির ঘনিষ্ঠ বন্ধনকে অনুপ্রাণিত ও শক্তিশালী করে চলেছে।

 

অপূর্ব

সম্পর্কিত বিষয়:

×