ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

তাকসিম এ খান

ঢাকা ওয়াসায় এক টাকাও দুর্নীতি হয়নি 

প্রকাশিত: ২১:০৬, ৭ ডিসেম্বর ২০২২; আপডেট: ২১:১৩, ৭ ডিসেম্বর ২০২২

ঢাকা ওয়াসায় এক টাকাও দুর্নীতি হয়নি 

ওয়াসার এমডি তাকসিম এ খান। ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান বলেছেন, ঢাকা ওয়াসায় এক টাকাও দুর্নীতি হয়নি। জীবনে এক টাকাও হারাম খাইনি। আমার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। এই অভিযোগের কোনো ভিত্তি ছিল না।

বুধবার (৭ ডিসেম্বর) কারওয়ান বাজারে ওয়াসার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

তাকসিম এ খান বলেন, আমার কোনো ভয় নেই।  আমি জানি, আমি সৎ, তাহলে আমার ভয় বা লজ্জার কী আছে। আমার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। হাইকোর্ট সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন।

কেন বারবার অভিযোগ উঠছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ঢাকা ওয়াসার এমডি বলেন, অনিয়ম এবং দুর্নীতির দায়ে যাদের ওয়াসা থেকে চাকরিচ্যুত করেছি, তারাই আজ আমার পিছু লেগেছে। তারা বিভিন্ন জায়গায় মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তারা চায়, মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ওয়াসার এমডির চেয়ার থেকে সরাতে। 

তিনি বলেন, বহিষ্কৃত কর্মকর্তারা ওয়াসাকে জিম্মি করে রেখেছিল। তারা যে কাজটা করতেন, সেই কাজের পদ্ধতিটা আমি পরিবর্তন করে দিয়েছি ওয়াসায়। ঢাকা ওয়াসার সব লেনদেন অনলাইন করেছি। যেন তারা কোনো অনিয়ম করতে না পারে। তারাই মূলত এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×