ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মাদরাসা শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষ, মেয়রের দ্রুত স্থান ত্যাগ 

প্রকাশিত: ১৫:১৩, ৭ ডিসেম্বর ২০২২

মাদরাসা শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষ, মেয়রের দ্রুত স্থান ত্যাগ 

বকশিবাজার মাদরাসা শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষ

মাঠ উদ্বোধন করাকে কেন্দ্র করে রাজধানীর বকশিবাজার কেন্দ্রীয় খেলার মাঠ উদ্বোধনকে কেন্দ্র করে মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে এ সংঘর্ষের সূত্রপাত শুরু হয়। এসময় আল আমিন নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

এদিকে সংঘর্ষ চলাকলীন পুলিশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বুধবার এ মাঠ উদ্বোধনের কথা ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের। প্রতিবাদে বেলা ১১টা থেকে বিক্ষোভ করছিলেন মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের দাবি, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার নিজস্ব মাঠ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সরকারি বকশিবাজার কেন্দ্রীয় খেলার মাঠে নামে উদ্বোধন করতে চাচ্ছে। তাই তারা প্রতিবাদ জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ মাঠ উদ্বোধন করতে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসে পৌঁছানো মাত্রই শিক্ষার্থীরা মাঠের ভেতর থেকে ইট পাটকেল, চেয়ার ছুড়ে মারতে শুরু করে। এরপর মেয়র মাঠের উদ্বোধন না করেই দ্রুত স্থান ত্যাগ করেন।

 

এমএম

×