ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩৫৬

প্রকাশিত: ১৯:৪০, ৪ ডিসেম্বর ২০২২

বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩৫৬

পুলিশের বিশেষ অভিযান

দেশে পুলিশের দুই হাজার ৩২১টি বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

রবিবার (৪ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান।

তিনি বলেন, গত ২০ নভেম্বর ঢাকা সিএমএম আদালত এলাকায় পুলিশ হেফাজত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আসামি ছিনিয়ে নেওয়ার প্রেক্ষাপট বিবেচনা ও মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টি ফাস্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে চলমান অভিযানের পাশাপাশি ১ থেকে ১৫ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেয় পুলিশ সদরদপ্তর।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ৩৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৩৫৮টি মামলা নথিভুক্ত করা হয়েছে।

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×