ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাজধানীতে ভবন থেকে ইট পড়ে নারীর মৃত্যু

প্রকাশিত: ১৩:১৩, ২৯ নভেম্বর ২০২২

রাজধানীতে ভবন থেকে ইট পড়ে নারীর মৃত্যু

ইট পড়ে নারীর মৃত্যু

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে বাজারে যাওয়ার সময় একটি নির্মাণাধীন ভবনের চারতলা থেকে মাথায় ইট পড়ে রবি আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।

রুবি সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার একটি গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। তিনি রাজধানীর মানিকদি এলাকায় স্বামী ও সন্তান মাইশাকে নিয়ে থাকতেন।

ওসি পারভেজ ইসলাম বলেন, ল্লবীর বালুরঘাট এলাকায় একটি নির্মাণাধীন স্কুলের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই ভবন থেকে রুবির মাথায় একটি ইট পড়ে। সঙ্গে সঙ্গে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে আরেকটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

তিনি বলেন, নির্মাণাধীন ভবনটির কোনো নিরাপত্তা বেষ্টনী ছিল না। মরদেহের আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

 

এমএইচ

×