ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢামেকে বহির্বিভাগ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 

প্রকাশিত: ১৭:২৮, ২৫ নভেম্বর ২০২২

ঢামেকে বহির্বিভাগ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 

লাশ উদ্ধার 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬৫ বছর।

আজ শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, বহির্বিভাগের আল্ট্রাসোনোগ্রাফি রুমের সামনে মৃত অবস্থায় পড়েছিল ওই ব্যক্তি। খবর পেয়ে তার মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তার পড়ানে ছিল লুঙ্গি ও পাঞ্জাবি।  মুখে দাড়ি রয়েছে। ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। শাহবাগ থানা পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছে।

 

এমএইচ

×