ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

জঙ্গিবাদের মতো করে মাদককেও নির্মূল করা হবে: আইজিপি

প্রকাশিত: ১৪:৩৩, ২৩ নভেম্বর ২০২২

জঙ্গিবাদের মতো করে মাদককেও নির্মূল করা হবে: আইজিপি

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, জঙ্গিবাদের মতো করে মাদককেও নির্মূল করা হবে। মাদকের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না। 

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স একাডেমিতে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে জিরো টলারেন্স ঘোষণার পর থেকে দেশের জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত সম্ভব হয়েছে। সবাই মিলে কাজ করলে মাদকের করাল গ্রাস থেকে মুক্তি সম্ভব।

তিনি বলেন, মাদক সামাজিক সমস্যা। শুধুমাত্র এটি পুলিশ নিয়ন্ত্রণ করতে পারবে না। সামাজিকভাবেই দূর করার চেষ্টা করতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই মাদক সমস্যার সমাধান সম্ভব।

এমএইচ

×