ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রাথমিকের মূল্যায়ন পদ্ধতি নিয়ে অপপ্রচার: মন্ত্রণালয়ের প্রতিবাদ

প্রকাশিত: ১৮:৩৯, ২১ নভেম্বর ২০২২

প্রাথমিকের মূল্যায়ন পদ্ধতি নিয়ে অপপ্রচার: মন্ত্রণালয়ের প্রতিবাদ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল্যায়ন পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে বিভ্রান্ত না হতে সকলকে অনুরোধ জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

একই সঙ্গে বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে প্রচারিত সংবাদের প্রতিবাদও জানানো হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

সোমবার (২১ নভেম্বর) অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যা ছড়ানো হচ্ছে, তা অসত্য ও অনভিপ্রেত। কথিত ওই অফিস আদেশ স্বাক্ষরবিহীন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ ধরনের কোনো অফিস আদেশ জারি করেনি। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাঠ পর্যায়ে এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি। উপযুক্ত সময়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে অধিদপ্তর।

এসআর

সম্পর্কিত বিষয়:

×