ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সীমান্তে আহত র‍্যাব সদস্যকে দেখতে হাসপাতালে মহাপরিচালক

প্রকাশিত: ১৮:২২, ১৬ নভেম্বর ২০২২

সীমান্তে আহত র‍্যাব সদস্যকে দেখতে হাসপাতালে মহাপরিচালক

আহত র‍্যাব সদস্যকে দেখতে হাসপাতালে মহাপরিচালক

বান্দরবানের তমব্রু সীমান্তে মাদক চোরাচালানকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি র‌্যাব সদস্য সোহেল বড়ুয়াকে দেখতে হাসপাতালে র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

বুধবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে হাসপাতালটির পোস্ট অপারেটিভ ওয়ার্ডে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সঙ্গে কথাও বলেন তিনি।

হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের র‌্যাব মহাপরিচালক বলেন, আহত র‍্যাব সদস্য সোহেল ভালো আছেন। 

এর আগে, সোমবার রাতে র‌্যাব এবং ডিজিএফআই এর মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে তমব্রু সীমান্ত সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ডিজেএফআই কর্মকর্তা নিহত হন। আহন হন সোহেল বড়ুয়া।

হাসপাতালে তার খালাতো ভাই অশোক বড়ুয়া জানান, তার বাড়ি চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায়। বাবার নাম রাখাল বড়ুয়া। তিনি পুলিশ সদস্য। বর্তমানে র‌্যাব ১৫ তে কর্মরত রয়েছেন।

ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ফজলে এলাহী (মিলাদ) জানান, তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া ডান পায়েও আঘাত রয়েছে। মঙ্গলবার সকালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে।

 এসআর

সম্পর্কিত বিষয়:

×