ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাজধানীতে গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত

প্রকাশিত: ১৫:১০, ১৫ নভেম্বর ২০২২

রাজধানীতে গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত

সড়ক দুর্ঘটনা

রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. রাব্বি (২৮) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

সোমবার রাত ১১টার দিকে কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। পরে সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সিবাস্তিন বালা।

তিনি জানান, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ীর কুটুখালী উচ্চ বিদ্যালয়ের রাস্তার ওপর থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত ব্যাটারি চালিত অটো রিকশার চালক ছিলেন। রাত ১১টার দিকে যাত্রাবাড়ীর কুতুব খালি উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

এমএম

×