অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: জনকণ্ঠ।
রাজধানীতে সাভার পরিবহনের একটি বাসে ৩৮ বছর বয়সের এক ব্যক্তি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। এসময় তার মোবাইল ও মানিব্যাগ খোয়া গেছে।
সোমবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া ওই বাসের যাত্রী মো. স্বাধীন জানান, তিনি গাবতলি থেকে বাসটিতে উঠেন। আসাদগেট আসার পর বাসের একটি সিটে ওই ব্যক্তিকে অচেতন হয়ে পড়ে থাকতে দেখেন। পরবর্তিতে বাসটি শাহবাগ মোড়ে পৌঁছালে বাসের স্টাফদের সহযোগীতায় তাকে বাস থেকে নিচে নামান। পরে ৯৯৯ এর মাধ্যমে শাহবাগ থানায় খবর দিয়ে পুলিশের সহযোগীতায় তাকে হাসপাতালে নিয়ে যান।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আরাফাত জানান, বাসের ভেতর তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে মোবাইল বা মানিব্যাগ কিছুই পাওয়া যায়নি। হাসপাতালে স্টোমাক ওয়াশ করানোর পর তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
এমএইচ