ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত 

প্রকাশিত: ১১:৩৮, ৯ নভেম্বর ২০২২; আপডেট: ১১:৩৯, ৯ নভেম্বর ২০২২

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

রাজধানীর বনানী টিএনটি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আনোয়ার হোসেন (৩০)। 

গতরাত ২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকালে চিকিৎসা মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামের হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, আনোয়ারের বাড়ি শেরপুর সদর উপজেলার হাজিপুর গ্রামে। তার বাবার নাম মৃত হারেজ আলি। ভোরে স্বজনরাই তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তারা তখন জানিয়েছেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন।

বাচ্চু মিয়া আরও জানান, কোন গাড়ি তার মোটরসাইকেল ধাক্কা দিয়েছে বা কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। ঘটনাটি বনানী থানা পুলিশকে জানানো হয়েছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে।
 

টিএস

×