অবৈধ ওষুধ মজুত ও বিক্রির দায়ে জরিমানা
রাজধানীর বংশাল ও হাতিরপুল এলাকায় অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুত ও বিক্রয় করার অপরাধে ৬ প্রতিষ্ঠানকে ৩২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১০।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি অভিযান চালানো হয়। রাজধানী ঢাকার বংশাল ও হাতিরপুল এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুত ও বিক্রি করার অপরাধে সজিব ড্রাগ হাউজকে নগদ ১ লাখ টাকা, রহিম ড্রাগ হাউজকে নগদ ১০ হাজার টাকা, তৃরতœ মেডিসিন কর্নারকে নগদ ১ লাখ টাকা, রহিম এন্টারপ্রাইজকে নগদ ১০ হাজার টাকা, সততা মেডিসিন কর্নারকে নগদ ১০ লাখ ও জুপিটার হেলথ কেয়ারকে নগদ ২০ লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধ ওষুধ মজুত ও বিক্রি করার অপরাধে এ ৬টি প্রতিষ্ঠানকে মোট ৩২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ফজলু