ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বিকালে 

প্রকাশিত: ১১:২১, ৮ নভেম্বর ২০২২; আপডেট: ১১:২২, ৮ নভেম্বর ২০২২

আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বিকালে 

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

আজ মঙ্গলবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে চলেছে গোটা দুনিয়া। বিকেল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এদিকে, পৃথিবীর সব প্রান্তে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার কিছু অংশ, এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে দেখা যাবে চন্দ্রগ্রহণ। 

চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখায় চলে আসে, তখনই চন্দ্রগ্রহণ হয়। এই সময় পৃথিবীর ছায়ার গভীর অংশে প্রবেশ করে চাঁদ। নাসার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার পৃথিবীর ছায়ার মধ্যে প্রবেশ করবে চাঁদ। এই সময় চাঁদের রং লাল দেখাবে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণ গ্রহণ শুরু হবে। গতিপথ হবে যুক্তরাজ্যের হাওয়াই দ্বীপের ওশান ভিউ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে। কেন্দ্রীয় গ্রহণ হবে বিকেল ৪টা ৫৯ মিনিট ৬ সেকেন্ডে। পূর্ণগ্রহণ থেকে চাঁদের নির্গমন হবে ৫টা ৪২ মিনিটে। রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে রাত ৮টা ২ মিনিট ৪৮ সেকেন্ডে।

এদিকে ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রণালয় থেকে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর ২টো ৩৯ মিনিটে ভারতে গ্রহণ শুরু হবে। তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর ৩টে ৪৬ মিনিট থেকে। পূর্ণগ্রাস গ্রহণ শেষ হওয়ার পরও বেশ কিছু ক্ষণ ধরে আংশিক গ্রহণ দেখা যাবে। জানা গিয়েছে, পূর্ণগ্রাস গ্রহণের সর্বোচ্চ পর্যায় তৈরি হবে বিকেল ৪টে ২৯ মিনিটে। পূর্ণ গ্রহণ চলবে বিকেল ৫টা ১১ মিনিট পর্যন্ত। এর পর সন্ধ্যা ৬টা ১৯ মিনিট পর্যন্ত দেখা যাবে চাঁদের আংশিক গ্রহণ।

চলতি বছর এটি দ্বিতীয় চন্দ্রগ্রহণ। গত মে মাসে হয় বছরের প্রথম চন্দ্রগ্রহণ। পরবর্তী পূর্ণ চন্দ্রগ্রহণ হবে ২০২৫ সালে। 

এমএইচ

×