ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

৫ মামলায় ১৬ বছরের সাজাসহ ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত: ১৮:৫৬, ৫ নভেম্বর ২০২২

৫ মামলায় ১৬ বছরের সাজাসহ ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার

আসামী হাজী মোঃ আব্দুল ওয়াহিদ বাবু

৫ মামলায় ১৬ বছরের সাজাসহ ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী হাজী মোঃ আব্দুল ওয়াহিদ বাবুকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গোয়ালখালী আনন্দবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়। 

র‌্যাব-১০ থেকে জানানো হয়, গ্রেপ্তার বাবু ৫টি মামলায় সর্বমোট ১৬ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৩০ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত এবং আরো ০৮টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাকত আসামী ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার বাবু একজান ঠগ ও প্রতারক প্রকৃতির লোক। সে তার এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে বড় অংকের হতিয়ে নেয়ার কারণে এলাকায় বিশ্বপ্রতারক হিসেবে পরিচিত। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 
 

সম্পর্কিত বিষয়:

×