ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

যাত্রাবাড়িতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত 

প্রকাশিত: ১১:২১, ২ নভেম্বর ২০২২

যাত্রাবাড়িতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত 

ম্যাপে যাত্রাবাড়ী

রাজধানীর যাত্রাবাড়ি শনিরআখড়া এলাকায় সড়ক দুর্ঘটনায়  এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের নাম আফতাব আহমেদ (৪৫)। তিনি চকবাজার মৌলভীবাজার শাখার পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলের।

মঙ্গলবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে শনিরআখড়া গোবিন্দপুরে একটি গাড়ির গ্যারজের সামনে ঘটনাটি ঘটে। পরে মৃতদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে থানায় রাখা হয়। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় যাত্রাবাড়ি থানা পুলিশ।

কিশোরগঞ্জের তারাইল উপজেলার শিমুলআটি গ্রামের মৃত আজিজূল ইসলামের ছেলে আফতাব আহমেদ। বর্তমানে যাত্রাবাড়ী মুসলিমাবাদ বাগানবাড়ি এলাকায় থাকতেন।

যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজজারুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার চকবাজারের কর্মস্থল থেকে বাসায় ফিরছিল তিনি। গোবিন্দপুর একটি গ্যারেজের সামনে পৌছালে বডি বিহীন গাড়ির চেসিজ তাকে ধাক্কা দেয়। এসে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

তিনি আরও জানান, ঘটনার পরপরই গাড়ির চালক রাজা মিয়াকে (৪০) আটক করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রকিয়াধীন।

টিএস

×