ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হানিফের এসি বাস থেকে ইয়াবাসহ তিন জন গ্রেপ্তার 

প্রকাশিত: ১৫:৪৯, ১ নভেম্বর ২০২২

হানিফের এসি বাস থেকে ইয়াবাসহ তিন জন গ্রেপ্তার 

গোপন সংবাদের ভিত্তিতে হানিফ পরিবহনের এসি বাস অভিযান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় হানিফ পরিবহনের এসি বাস থেকে ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে। এ সময় ৯ হাজার ৪০০ পিস ইয়াবা ও হানিফ পরিবহনের এসি বাস জব্দ করা হয়।

সোমবার (৩১ অক্টোবর) রাতে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— সবুজ, মো. সাবেত হোসেন ও মোতালিব মোল্যা।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সায়দাবাদ বাস টার্মিনাল প্রান্তে টোল প্লাজার ১০০ গজ দক্ষিণে ইনকামিং রোডের সামনে অভিযান চালায় আমাদের থানার একটি টিম। অভিযানে হানিফ পরিবহনের এসি বাস তল্লাশি চালিয়ে বাসের নিচে চ্যাসিসে চুম্বক দিয়ে লাগানো অবস্থায় ৯ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসময় সবুজ, সাবেত, মোতালিব নামে তিন জনকে গ্রেপ্তার ও বাসটি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

টিএস

সম্পর্কিত বিষয়:

×