ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

২৭ দেশের সেনা সদস্যরা ডিএনসিস’র অপারেশনস সেন্টার পরিদর্শন করলেন

প্রকাশিত: ২০:২০, ৩১ অক্টোবর ২০২২

২৭ দেশের সেনা সদস্যরা ডিএনসিস’র অপারেশনস সেন্টার পরিদর্শন করলেন

২৭ দেশের সেনা সদস্য

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ইমারজেন্সি অপারেশনস সেন্টার পরিদর্শন করছেন ২৭টি দেশের সেনাবাহিনীর সদস্যরা।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে গুলশান-২ ডিএনসিসি নগর ভবন অডিটোরিয়ামে প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভা হয়।

এরপর অপারেশনস সেন্টার পরিদর্শন করেন তারা। যেখানে ২৭টি দেশের সেনাবাহিনীর ৫৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ স্বশস্র বাহিনীর সদস্য ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।  

এক প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, নগরীকে ডিজিটাইজেশনের আওতায় আনতে আমরা কাজ করছি। আমরা সবার ঢাকা অ্যাপস চালু করেছি। এর মাধ্যমে নগরীর বাসিন্দা এবং দায়িত্বপ্রাপ্তরা একসঙ্গে কাজ করেন। বাসিন্দারা নিজেদের নাগরিক জীবনের সমস্যা অ্যাপসের মাধ্যমে জানান, সিটি করপোরেশন তা দ্রুত সমাধানে কাজ করে।

আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে নানা সমস্যা রয়েছে। সদ্য ঘূর্ণিঝড় সিত্রাং-এর কবলে পড়তে হয়েছে আমাদের। যেখানে আমাদের বর্জ্য বিভাগ এবং প্রকৌশল বিভাগ একাকার হয়ে কাজ করেছে। রাত জেগে কাজ করতে হয়েছে। এভাবে নগরীর সমস্যাগুলো চিহ্নত করে কাজ করছি আমরা।

মেয়র বলেন, করোনা মোকাবিলায় আমরা কাজ করেছি। একটা মার্কেটকে করোনা রোগীদের জন্য ডেডিকেটেড হাসপাতাল হিসেবে তৈরি করা হয়েছে। বর্তমানে যেখানে ডেঙ্গু রোগীদের সেবা দেওয়া হচ্ছে। আজকের উদ্বোধন হওয়া অপারেশনস সেন্টার আরেকটি মাইলফলক।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনারেল মো. জোবায়দুর রহমান।

 

এমএস

×