ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ইভ্যালির রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের আদেশ 

প্রকাশিত: ১৫:১৬, ২৭ অক্টোবর ২০২২

ইভ্যালির রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের আদেশ 

রাসেল-শামীমা

চেক প্রতারণার মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন। বিষয়টি জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী এইচ.এম. আল-আমিন।

তিনি জানান, গত ২৪ অক্টোবর বাদীপক্ষের আইনজীবী হিসেবে আসামিদের সম্পত্তি ক্রোকের আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। 

গত বছরের ২৮ নভেম্বর মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনকে আসামি করে মামলাটি করেছিলেন মেহেদী হাসান খান নামে একজন ক্রেতা। 

এসআর

সম্পর্কিত বিষয়:

×