ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

পাসপোর্টের নতুন মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৬, ২৫ অক্টোবর ২০২২; আপডেট: ২১:৪৭, ২৫ অক্টোবর ২০২২

পাসপোর্টের নতুন মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার

মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার। 

ডিআইপির ডিজি পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) এ সংক্রান্ত এক আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা। মেজর জেনারেল আনোয়ার ডিআইপির মেজর জেনারেল মোহাম্মমদ আইয়ূব চৌধূরীর স্থলাভিষিক্ত হচ্ছেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিআইপির ডিজির দায়িত্বে থাকা মেজর জেনারেল মোহাম্মমদ আইয়ূব চৌধূরীকে গত ৬ অক্টোবর সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। এরপর থেকে ডিআইপির ডিজির পদটি শূন্য থাকায় অধিদপ্তরের দৈনন্দিন কাজ ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে অচলাবস্থা দেখা দেয়।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×