ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

অজ্ঞান পার্টির খপ্পরে প্রবাসী, আটক অভিযুক্ত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬:১১, ২৫ অক্টোবর ২০২২

অজ্ঞান পার্টির খপ্পরে প্রবাসী, আটক অভিযুক্ত

আটক মাসুদুল হক আপেল

রাজধানীতে চলন্ত বাসের মধ্যে বিদেশ ফেরত এক যুবককে অচেতন করে টাকা পয়সা হাতানোর চেষ্টার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর নাম রাসেল মিয়া (২৬)। এ ঘটনায় অভিযুক্ত অজ্ঞানপার্টির সদস্যকে বাসযাত্রীরা হাতেনাতে আটক করে পুলিশ সোপর্দ করেছেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা সোয়া ১২টার দিকে গুলিস্তান পীর ইয়ামেনী মার্কেটের সামনে রাস্তা থেকে ওই যুবককে উদ্ধার করা হয়। সেখান থেকেই আটক করা হয় অভিযুক্ত ব্যক্তিকেও।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম জানান, ওই যুবক আবুধাবি থেকে আজকে ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখানে পরিচয় হয় অভিযুক্ত ওই ব্যক্তির সঙ্গে। এরপর তারা দুজনেই দিশারী পরিবহন নামে একটি বাসে করে গুলিস্তানের দিকে আসছিলেন। 

বাসের মধ্যে ওই ব্যক্তি ওই যুবককে বিস্কেট খেতে দেন এবং নিজেও খান। এরপরই অচেতন হয়ে পড়ে ওই যুবক। পরে বাসযাত্রীরা টের পেয়ে ওই ব্যক্তিকে ধরে ফেলে। এরপর গুলিস্তানে বাস থেকে নামিয়ে পরে পুলিশের খবর দেয় তারা। তখন সেখান থেকে ভুক্তভোগী ও অভিযুক্ত দুজনকেই উদ্ধার করা হয়।

তিনি জানান, রাসেল মিয়াকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে স্টোমাক ওয়াশ করানোর পর মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়েছে।

পুলিশের হাতে আটক হওয়া ওই ব্যক্তি নিজের নাম মাসুদুল হক আপেল (৪৬) বলে দাবি করেন। তিনি আরও দাবি করেন, তার বাড়ি জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলায়। থাকেন খিলক্ষেত উত্তর পাড়ায়। 

তিনি ওই যুবককে নেশা জাতীয় দ্রব্য মেশানো বিস্কেট খাওয়ানোর কথা স্বীকার করে জানান, বিমানবন্দর এলাকায় বাসে উঠার আগেই রাস্তাতে একই জেলায় বাড়ি বলে পরিচয় হয় ওই যু্কের সঙ্গে। এরপর বাসে উঠে পাশাপাশি সিটে বসেন। তখন তার সঙ্গে থাকা বিস্কেট নিজে খান এবং ওই যুবককেও খেতে দেন।

ভুক্তভোগী রাসেল মিয়ার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার টংগর গ্রামে। তার বাবার নাম আব্দুল ছুরত।
 

এসআর

সম্পর্কিত বিষয়:

×