ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বৃষ্টি হওয়ার কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে: স্থানীয় সরকারমন্ত্রী

প্রকাশিত: ১৬:১০, ২৪ অক্টোবর ২০২২

বৃষ্টি হওয়ার কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম 

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। অভিজ্ঞতার আলোকে নতুন নতুন পদক্ষেপ এবং সিটি করপোরেশনের পক্ষ থেকে নানা উদ্যাগ নেওয়া হচ্ছে।

সোমবার (২৪ অক্টোবর) সকালে জাতীয় সংসদের দক্ষিণপ্লাজায় ‘ক্লিন আপ ক্যাম্পেইন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগের তুলনায় এ বছর আবহাওয়ার ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। এখন থেমে থেমে বৃষ্টি হওয়ার ফলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এডিস মশা মোকাবিলায় আমাদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি আমাদের সম্মিলিতভাবে উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

ক্যাম্পেইনে বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান এবং জাতিসংঘের বিভিন্ন দেশের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমএইচ

×