ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঘূর্ণিঝড় সিত্রাং: লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

প্রকাশিত: ১৩:২০, ২৪ অক্টোবর ২০২২

ঘূর্ণিঝড় সিত্রাং: লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

বরিশাল লঞ্চঘাটে বাধা আছে লঞ্চ। ছবি: জনকণ্ঠ। 

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে  অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

সোমবার (২৪ অক্টোবর) বিআইডব্লিউটিএ পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। 

তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ দুপুর থেকে যাত্রীবাহীসহ সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে মোংলা ও পায়রা বন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত এবং চট্টগ্রাম ও ককক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ৩ নম্বর নৌ-বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার ভোর বা সকাল নাগাদ খেপুপাড়ার কাছ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×