ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কিংফিশার-লেকভিভ বারের মালিককে আটকের পর ছেড়ে দিল ডিবি

প্রকাশিত: ১২:৫৮, ২৪ অক্টোবর ২০২২

কিংফিশার-লেকভিভ বারের মালিককে আটকের পর ছেড়ে দিল ডিবি

মো. মুক্তার হোসেন

দেশত্যাগের আগে উত্তরার কিংফিশার ও গুলশানে লেকভিভ বারের মালিক মো. মুক্তার হোসেনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। তবে আটকের পরও মাদক মামলার এই আসামিকে ছেড়ে দিতে বাধ্য হয় ডিবি পুলিশ।

রবিবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। 

জানা যায়, উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন মুক্তার হোসেন। ফলে জামিনের নথি দেখালে ছেড়ে দেয় ডিবি পুলিশ।

ঢাকা মেট্রো পলিটন গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-কমিশনার মো. আকরামুল হোসেন বলেন, বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ প্রথমে তাকে আটক করেন। পরে ডিবি পুলিশকে খবর দেওয়া হয়। মুক্তার হোসেন মাদক মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। কাগজ দেখানোয় তাকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে গত ৬ অক্টোবর উত্তরার লেকভিউ বারে ডিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ার জব্দ করে। ওই রাতে মুক্তারের গুলশানের বারেও অভিযান চালানো হয়। পরে গুলশান থানায় দায়ের করা একটি মামলায় মুক্তারকে আসামি করা হয়।

জানা গেছে, ২০০৮ সালের দিকে রাজধানীর বারিধারায় ‘এভিনিউ’ নামে একটি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ শুরু করেন মো. মুক্তার হোসেন। এরপর গুলশানে ‘লেক ভিউ’ রেস্টুরেন্টেও ওয়েটার হিসেবে ছিলেন। সেই মুক্তার এখন শত কোটি টাকার মালিক। তার যুক্তরাষ্ট্রে গাড়ি-বাড়ি আছে। সেখানে বসবাস করেন তার স্ত্রী ও সন্তানরা।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×