ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মেরিন ইঞ্জিনিয়ার নিহত 

প্রকাশিত: ১৩:১৩, ২৩ অক্টোবর ২০২২

ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মেরিন ইঞ্জিনিয়ার নিহত 

চিফ মেরিন ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন মজুমদার

ধানমন্ডির রবীন্দ্র স্বরবরে ছুরিকাঘাতে শাহাদত হোসেন মজুমদার (৫১) নামে চিফ মেরিন ইঞ্জিনিয়ার খুন হয়েছেন। ছিনতাইকারী কবলে পড়ে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের।

শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ধানমন্ডি থানা পুলিশ রবীন্দ্র স্বরবরের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ভোরে ঢাকা মেডিকেল কলেজ  মর্গে পাঠানো হয়।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া জানান, রাতে খবর পেয়ে রবীন্দ্র স্বরবরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। তার শরীরে ৪টি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।  ধারনা করা হচ্ছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছেন। অন্য কোন ঘটনা আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

এদিকে মর্গে নিহতের ভাই মো. মোতালেব হোসেন মজুমদার জানান, তিনি পেশায় চিফ মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। 

টিএস

সম্পর্কিত বিষয়:

×